আমি শাহিন মিয়া।আমি খুভ অসুস্থ,আমার কিডনিতে পাতর হয়েছে।আমি প্রথমে মৌলভীবাজার সদরে জয়দীপ পাল স্যারের চিকিৎসা নেই, তিনি বলেন প্রাইভেট ডাক্তার দেখাতে তারপর ড.এস এম গুলাম রহমান স্যারকে দেখাই।তিনি বলেন এইখানে হবে না ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য।এখন উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি একজন দিন মজুর,,আমার পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব না।এখন আমি বাচতে চাই,আপনাদের সহায়তা চাই।দয়া করে আপনারা আমার পাশে থাকেন।