রোগির সমস্যা : ২টি কিডনিতেই পাথর ধরা পরেছে
হাসপাতালের ঠিকানা : C.K.D. Urology Hospital
Dhaka
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না
ডাক্তার বলেছেন অপারেশন করাতে হবে খুবই শীঘ্রই
দুটো কিডনির নিচেই পাথর জমা আছে
রোগীর আর্থিক অবস্থা খুবই দুর্বল
তিনি পেশায় একজন দিনমজুর
রোগীর পরিবারের সদস্য মোট পাঁচজন
রোগী উনার স্ত্রী এবং তিন ছেলে মেয়ে
গত তিন বছর আগে ওনার কিডনিতে পাথর ধরা পড়ে টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না পরবর্তী যখন রোগী আর সহ্য করতে না পেরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন কিন্তু ওইখানে কিছু না হওয়ায় মৌলভীবাজার লাইফ লাইনে প্রফেসর ডক্টর এস এম গোলাম রহমান স্যারের কাছে চিকিৎসা নেন কিন্তু স্যার ঢাকা শ্যামলীতে ট্রান্সফার করে দেন